Image description

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে শনিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। তার বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর এএফপির।

চাভেস বর্তমানে বিচার শুরুর অপেক্ষায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ৩৬ বছর বয়সী চাভেস তখন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর অধীনে প্রধানমন্ত্রী ছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে কাস্তিয়ো কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, যা অভ্যুত্থানচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হয়। এরপর লিমা ও মেক্সিকোর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।

 

কাস্তিয়ো সেই সময় লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় চাইতে গিয়ে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। চাভেসকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।