ঢাকা টেস্টের শেষ দিনের প্রথম ১০ ওভারে কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন বেশ ধৈর্য নিয়েই খেলতে থাকেন।
অবশেষে তাইজুল ইসলামের হাত ধরেই আসল স্বস্তির মুহূর্ত। দিনের শুরু থেকেই দৃঢ়ভাবে ব্যাট করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ আউট করেন তিনি। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলাতে পারেননি আইরিশ ব্যাটার। আউট হওয়ার আগে ৫৩ বলে ২১ রান যোগ করেন ম্যাকব্রাইন।
এই উইকেটটি তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ২৫০তম শিকার হিসেবেও জায়গা করে নেয়।