ব্যক্তিগতভাবে সংসদে সব শ্রেণি ও পেশার প্রতিনিধিত্ব চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘কেবল ব্যবসায়ী অধ্যুষিত সংসদের করুন পরিণতি আমরা দেখেছি। আসুক পরিবর্তনের হাওয়া, গড়ে উঠুক নতুন আবাদ।’
আজ রবিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন উপদেষ্টা। তিনি লিখেছেন, ‘সংসদে কারা যাবেন, কারা এমপি হবেন, সে বিষয়ে একটি অতি প্রয়োজনীয় বিতর্ক শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের নায়ক রিকশাচালককে এনসিপির মনোনয়নের মধ্য দিয়ে এর সূত্রপাত।’
তিনি বলেন, ‘একদিকে তার প্রতিদ্বন্দ্বী জুলাই অভ্যুত্থানের আরেক নায়ক ইনকিলাব মঞ্চের হাদী বলেছে, সে বলেছে এলিটিজম এর অবসান হওয়া প্রয়োজন এবং রিকশাচালককে প্রতিদ্বন্দ্বী হিসাবে পেয়ে সে সন্মানিত বোধ করছে। অন্যদিকে অন্যরা প্রশ্ন তুলেছে, একজন রিকশাচালকের আইন প্রণেতা হওয়ার কী যোগ্যতা আছে? ’
ফাওজুল কবির খান বলেন, ‘আবার দেবিদ্বার থেকে এমপি নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থীদের বংশ মর্যাদার কথা তুলেছেন। জবাবে জুলাই অভ্যুত্থানের আরেক নায়ক ও একই আসন থেকে প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, এসব অগ্রহণযোগ্য প্রতিবন্ধকতা হঠাতেই জুলাই বিপ্লব হয়েছে।’