রাশিয়ার সাথে যুদ্ধ সমাপ্তি নিয়ে হোয়াইট হাউসের একটি পরিকল্পনার জেরে কিয়েভ মার্কিন সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘হয়তো অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। হয় আত্মমর্যাদা বিসর্জন দেওয়া, অথবা গুরুত্বপূর্ণ এক মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া।
তিনি আরও যোগ করেন, আজকের দিনটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত।
ফাঁস হওয়া মার্কিন শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছিল। এরমধ্যে রয়েছে— বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় এলাকাগুলো ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া।
শুক্রবার এক বৈঠকে পুতিন জানান, মস্কো এই পরিকল্পনাটি হাতে পেয়েছে, তবে ক্রেমলিনের সঙ্গে এ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে ইচ্ছুক, তবে লড়াই চালিয়ে যেতেও তারা প্রস্তুত।
দিনের পরবর্তী সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন যে, জেলেনস্কিকে এই পরিকল্পনাটি পছন্দ করতেই হবে। তিনি আরও যোগ করেন, অন্যথায় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের ওপর অত্যন্ত নির্ভরশীল। এর মধ্যে রয়েছে— রাশিয়ার মারাত্মক বিমান হামলা প্রতিহত করার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ওয়াশিংটনের দেওয়া গোয়েন্দা তথ্য।
স্মরণ করা যেতে পারে, রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেছিল।
সূত্র : বিবিসি।