ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের হুয়ারা শহরে ফিলিস্তিনি সাংবাদিক হিশাম আবু শাকরাকে আটক করেছে। এর আগে তার স্ত্রী সুন্দুস শাকানি দুই ঘণ্টার বেশি সময় ধরে আটক থাকার পর মুক্তি পান।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হুয়ারার চেকপয়েন্টে ইসরায়েলি সেনারা হিশাম আবু শাকরা এবং তার স্ত্রীকে আটকে রাখে। পরে সাংবাদিককে আটক করে রাখলেও তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়।
এর আগে, ইসরায়েলি বাহিনী রামাল্লাহ'র কাছে এক শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। ধীরে ধীরে, পশ্চিম তীরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, যেখানে নিহতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ফিলিস্তিনিদের গত দুই বছরে কঠোর সামরিক নিয়ন্ত্রণের মুখোমুখি হতে হয়েছে, যা তাদের চলাচলের স্বাধীনতা সীমিত করেছে। পাশাপাশি, ইসরায়েলি বসতি স্থাপকদের হামলা ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
হুয়ারায় সাংবাদিক আটক ও পশ্চিম তীরের সংঘাত পরিস্থিতি ফিলিস্তিনিদের ওপর চলমান মানবাধিকার ও নিরাপত্তার সংকটকে তুলে ধরেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ক্রমশ জোরদার হচ্ছে।