Image description
 

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এ সময় মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। 

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছ দ্য ডন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ফোনালাপ ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়।

ফোনালাপ নিয়ে ব্রিটিশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, আলোচনার সময় উভয় নেতা ইসরাইলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। 

 

স্টারমার বলেন, যুক্তরাজ্য এমন একটি রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করতে প্রস্তুত, যা একটি কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী স্টারমার আরও জোর দিয়ে বলেন, গাজার জন্য মানবিক সহায়তা অব্যাহতভাবে সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সেখানকার চরম দুর্দশাগ্রস্ত মানুষেরা সাহায্য পায়।

এছাড়া তিনি ব্রিটিশ নাগরিক এমিলি দামারিসহ মুক্তি পাওয়া ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টার জন্য ইসরাইলি সরকারের প্রতি ধন্যবাদ জানান। 

স্টারমার বলেন, এমিলিকে তার পরিবারের কাছে ফিরে আসতে দেখে আমরা আনন্দিত। তবে এটি সংঘাতের মানবিক মূল্য আমাদের স্মরণ করিয়ে দেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই বক্তব্য মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সমন্বিত সমাধানের আহ্বান জানাচ্ছে। এছাড়া গাজায় মানবিক সংকট যে সত্য তারই প্রমাণ বহন করে।

স্টারমারের এই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে, বাস্তবসম্মত পদক্ষেপ এবং ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদী সমঝোতা না হলে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে।