ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দক্ষিণাঞ্চলে মন্ত্রীবাহী একটি বিমানে আগুন ধরে যায়। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার সহযাত্রীরা। বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ার পর আগুন ধরে যায় বলে জানিয়েছেন এক কর্মকর্তা। খবর আনাদোলু এজেন্সির।
খনিমন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজাক নিয়েম্বো সাংবাদিকদের জানান, রাজধানী কিনশাসা থেকে লুয়ালাবা প্রদেশের কোলওয়েজি বিমানবন্দরে নামার সময় বিমানটি রানওয়ে থেকে বিচ্যুত হয়। এর কিছুক্ষণ পরই পুরো বিমানে আগুন ধরে যায়।
তিনি জানান, আগুন লাগার আগে প্রায় ২০ যাত্রীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে বিমানের লাগেজের বেশিরভাগই পুড়ে গেছে।
মন্ত্রী ও তার দলের সদস্যরা শনিবার ক্যালন্ডো খনিতে ৩২ জন নিহত হওয়ার ঘটনায় পরিদর্শনের উদ্দেশ্যে কোলওয়েজি যাচ্ছিলেন।