টিকটকের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নির্দেশ অনুযায়ী, আগামী ৭৫ দিনের মধ্যে চীনা অ্যাপটিকে তাদের মার্কিন ব্যবসা অন্য সংস্থার কাছে বিক্রি করার জন্যে চুক্তি সম্পন্ন করতে হবে। ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমি মনে হয় একটু দুর্বল।’
ওভাল অফিসে এতে সইয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, টিকটকের বিষয়ে প্রত্যেক ধনী ব্যক্তি আমাকে কল করেছিলেন। নির্বাহী আদেশে উল্লেখ করা সময়ের মধ্যে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয় সাময়িক এ পদক্ষেপ ‘আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ নেওয়ার সুযোগ এনে দেবে’।আমেরিকার ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আইনি নিষেধাজ্ঞা বিলম্বিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তবে ট্রাম্পের পদক্ষেপে খুশি নয় চীন। কারণ ট্রাম্প পরামর্শ দিয়েছেন যে শাটডাউন এড়াতে কোম্পানিকে ৫০% অংশীদারিত্ব ছেড়ে দিতে হতে পারে। টিকটকের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, অপারেশন এবং অধিগ্রহণের সিদ্ধান্ত কোম্পানিগুলির ওপর ছেড়ে দেয়া উচিত, দেখতে হবে সেটি যেন চীনা আইনের সাথে সঙ্গতিপূর্ণ হয়।
মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ‘যুক্তিকে গুরুত্ব দেয়া এবং দেশের সমস্ত কোম্পানিগুলির জন্য একটি উন্মুক্ত, ন্যায্য এবং বৈষম্যহীন ব্যবসার পরিবেশ প্রদান করা’। বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইনকে গত শুক্রবার বহাল রাখে মার্কিন সুপ্রিম কোর্ট। সেই আইনে বলা হয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে আমেরিকায় কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ২০২৪ সালের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হয়েছিল এই আইনটি। পরে মার্কিন সুপ্রিম কোর্টে সেই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কয়েকজন টিকটক ব্যবহারকারী।
তবে সুপ্রিম কোর্টে স্বস্তি পায়নি চীনের সোশ্যাল মিডিয়া সংস্থাটি। অবশ্য সেই আইনে এটাও বলা হয়েছিল যে যদি টিকটকের মালিকানা বিক্রির কোনও সম্ভাবনা থাকে, তাহলে প্রেসিডেন্ট ৯০ দিনের জন্যে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। এই আবহে টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প। যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে কয়েক মিলিয়ন ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে টিকটকের সম্ভাব্য ৫০-৫০ মালিকানার প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় তুলেছে। অনেকে মার্কিন সরকারকে ‘ডাকাতি’ বলে নিন্দা করেছেন।
অ্যাপল এবং টেসলারও তাদের ৫০% শেয়ার চীনা কোম্পানিকে ছেড়ে দেওয়া উচিত বলে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন। কেউ কেউ পরামর্শ দিয়েছেন চীন বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করতে দেবে না।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড গ্লোবাল টাইমস-এর একটি সম্পাদকীয়তে লেখা হয়েছে ‘কিছু আমেরিকানরা টিকটককে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়েছে।’
সূত্র : সিএনএন