Image description
 

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলাটি সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি আক্রমণ বৃদ্ধি পাওয়ার ধারাবাহিকতায় সংঘটিত হয়েছে।

 

এই হামলা ঘটেছে দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায়। হামলায় ব্যবহৃত হয়েছে একটি গাড়ি লক্ষ্যবস্তু হিসেবে এবং ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালাচ্ছে। যদিও লেবাননের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগিয়ে এবং নিরাপত্তা অভিযানকে অজুহাত দেখিয়ে হামলা চালাচ্ছে।

 

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, হাসপাতালের কাছে হামলার সময় গাড়ি লক্ষ্য করা হয়েছিল এবং সাতজন আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে, ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে বলে দেশটিতে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

২০২৪ সালের নভেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবুও ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় অবস্থান করছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন, লেবাননের ওপর আক্রমণ আরও তীব্র হতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি