গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত সুদানে ফের রক্তপাত। দেশটির কেন্দ্রীয় কর্দোফান প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আল-ওবাইদে এক জানাজায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় (OCHA) এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের মধ্যেই কোরদোফান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটছে।
স্থানীয় প্রশাসনের বরাতে জানানো হয়েছে, জানাজার একটি তাঁবু লক্ষ্য করে হামলাটি চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
রাজ্য সরকার এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এখন জরুরি, কারণ তারা বারবার নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর জাতিগত ও বর্ণভিত্তিক হামলা চালাচ্ছে।
এই হামলা এমন সময়ে ঘটল, যখন উত্তর দারফুর প্রদেশের আল-ফাশার শহরে সাম্প্রতিক আরএসএফ হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এসব হামলায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ উত্তর ও দক্ষিণ কর্দোফান অঞ্চলে বাড়তে থাকা সহিংসতার কারণে ৩৮ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পতনের পর থেকেই সুদান রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতার লড়াইয়ে জর্জরিত। এক সময় একসঙ্গে কাজ করা সুদানি সশস্ত্র বাহিনী ও আধাসামরিক আরএসএফের বিরোধ ২০২৩ সালের এপ্রিলে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়, যা দেশটিকে কার্যত পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।