যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর, জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন। শুধু মামদানিকে নয়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজয়ী সব ডেমোক্র্যাট প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিভিন্ন সংবাদমাধ্যম মামদানিকে বিজয়ী ঘোষণা করার কয়েক মুহূর্ত পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সবাইকে অভিনন্দন জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক্সে ওবামা লিখেছেন, ‘এটা মনে করিয়ে দেয় যে আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া শক্তিশালী, ভবিষ্যতমুখী নেতৃত্বের পাশে একত্রিত হই, তখন আমরা জয় লাভ করতে পারি।’
তিনি লেখেন, ‘এখনও আমাদের অনেক কাজ বাকি, কিন্তু ভবিষ্যৎ এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে।’
এর আগে গত ১ নভেম্বর মামদানিকে ফোন করে, নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন ওবামা।
শীর্ষনিউজ