Image description

রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ সুপারমুন। বুধবার (৫ নভেম্বর) ব্রিটিশ উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে।

বছরের শেষভাগে আকাশে জমবে উৎসবের আমেজ। রাতের আকাশে দেখা যাবে চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ- অর্থাৎ সুপারমুন। এ বছর পরপর তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।

দ্য গার্ডিয়ান–এর সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে আকাশে জ্বলজ্বল করবে এই বিশাল চাঁদ। একই রাতে ইউরোপে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে আলো আর রঙের মেলবন্ধনে রাতটি হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর।

চাঁদ দেখা নির্ভর করবে আবহাওয়ার উপর— কোথায় আকাশ পরিষ্কার থাকবে, তা জানতে স্থানীয় পূর্বাভাসের দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

চাঁদের কক্ষপথ নিখুঁত বৃত্তাকার নয়, বরং কিছুটা ডিম্বাকৃতি (উপবৃত্তাকার)। তাই চাঁদ সবসময় পৃথিবী থেকে একই দূরত্বে থাকে না। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে, তাকে বলা হয় ‘পেরিজি’ (Perigee)। এ সময় চাঁদ পৃথিবী থেকে থাকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে।

যদি পূর্ণিমার সময় চাঁদ এই কাছাকাছি অবস্থানে আসে, বা পেরিজির প্রায় ৯০ শতাংশের মধ্যে থাকে, তখন তাকে বলা হয় ‘সুপারমুন’। তখন চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় বড় ও উজ্জ্বল দেখা যায়।

নভেম্বরের এই পূর্ণিমাকে বলা হয় ‘বিভার মুন’। প্রকৃতি ও ঋতুর সঙ্গে মিল রেখে প্রতি মাসের পূর্ণিমার নামকরণ করা হয়। বছরের এই সময়ে বিভার (Beaver) নামের প্রাণীরা শীতের প্রস্তুতি নেয়— বাঁধ তৈরি করে ও খাবার মজুত রাখে। তাদের এই কর্মব্যস্ত সময়ের সঙ্গে মিল রেখে নভেম্বরের পূর্ণিমার নাম হয়েছে ‘বিভার মুন’।

চলতি বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আগামী ৪ ডিসেম্বর।
শীর্ষনিউজ