Image description

বন্দী বিনিময়ে মুক্তি পেতে পাচ্ছেন ফিলিস্তিনি নেত্রী ও মানবাধিকার কর্মী খালেদা জাররার।

রবিবার (১৯ জানুয়ারি) হামাসকে মুক্তি দিতে যাওয়া ৯০ ফিলিস্তিনি বন্দীর তালিকা দেয় ইসরাইল।

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে বলা হয়, বন্দী বিনিময়ের আওতায় ইসরাইলের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া ৯০ ফিলিস্তিনি বন্দীর তালিকা পেয়েছি আমরা। এতে পশ্চিম তীর ফিলিস্তিন সরকারে থাকা পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইনের শীর্ষ নেত্রী ও মানবাধিকার কর্মী খালেদা জাররারের নামও রয়েছে। যিনি ২০২৩ এর ডিসেম্বরে জায়োনিস্ট ইসরাইল কর্তৃক আটক হোন। তালিকায় ১২ জন ফিলিস্তিনি যুবকও রয়েছে। তন্মধ্যে কয়েকজনের বয়স ১৯ বছরেরও কম।

খালেদা জাররারের বোন সালাম আর-রাতরৌত বলেন, জাররারকে ২×১.৫ মিটার আয়তনের নির্জন কারাগারে আটক রেখেছিলো বর্বর ইসরাইল। আজ তার অমানবিক নির্জন কারাবাসের অবসান ঘটতে যাচ্ছে। এতে আমরা খুবই আনন্দিত।

চুক্তির নিয়ম অনুসারে ইসরাইলী ধ্বংসযজ্ঞ ও গণহত্যার শিকার গাজ্জায় আজ রবিবার থেকে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথম দিন ৩ ইসরাইলী নারী বন্দীর বিপরীতে ইসরাইলের কারাগারে থাকা ৯০ ফিলিস্তিনিকে বন্দী দিতে হবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের তথ্যমতে, ইতিমধ্যে নির্ধারিত ৩ নারী বন্দীকে তাদের কাছে হস্তান্তর করেছে হামাস। যাদের প্রথমে গাজ্জার স্পেশাল আর্মি ইউনিটের কাছে নেওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে হাসপাতালে। এর আগে তাদের গাজ্জার নিকটতম ইসরাইলী মিলিটারী সেন্টারে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে এবং নিজ পরিবারের সদস্যদের সাথে দেখা করবে।

সূত্র: আল জাজিরা