 
              যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে হওয়া এ চুক্তিটির মেয়াদ ১০ বছর।
শুক্রবার (৩১ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের করা এক্স পোস্টের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য মতে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রীদের সাইডলাইন বৈঠকে রাজনাথ সিং ও পিট হেগসেথ এ চুক্তি স্বাক্ষর করেছেন।
এক্স-এ দেওয়া পোস্টে পিট বলেছেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।
চুক্তির বিষয়ী রাজনাথ সিং পরে বলেছেন, আগে আমরা তিনবার ফোনে আলাপ করেছি। এই মুহূর্তে, প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী, আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর এই চুক্তি সইয়ের খবর দিয়েছেন হেগসেথ।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 