তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেও তা ইসরায়েল পাল্টা লঙ্ঘন করছে।
ওমান সফর শেষে তুরস্ক ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। খবর আল জাজিরা থেকে।
এরদোগান বলেন, গাজায় যুদ্ধবিরতি রক্ষা করাতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে ইসরায়েলের ওপর আরও চাপ বাড়াতে হবে — প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ বা অস্ত্রবিক্রি বন্ধ করে।
তিনি আরও বলেন, গাজা ইসলামী বিশ্বের জন্য একটি পরীক্ষা; ইনশাআল্লাহ আমরা এই পরীক্ষায় সফল হব এবং ভাই-বোনদের পাশে সর্বোচ্চ শক্তিতে দাঁড়াব।
এছাড়া তিনি জানান যে, গাজার জন্য গঠিত পরিকল্পিত টাস্কফোর্সে তুরস্ক প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।