Image description
 

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ও পদপ্রত্যাশী সংগঠনের শতাধিক নেতাকর্মী। 

 

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হতে চললেও গত দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর জুন মাসের ১৫ তারিখে ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এই আংশিক কমিটিতে আন্দোলন-সংগ্রামের সম্মুখ সারির অনেককেই বাইরে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

 

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

মিছিল শেষে সাবেক নেতাকর্মীরা জানান, ১৮ মাসে অসংখ্যবার আশ্বস্ত করা হলেও পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ায় তারা দল থেকে দূরে সরে যাচ্ছেন। তারা আরও জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে জেল-জুলুম ও মামলার শিকার হয়ে এখন তারা দলীয় পরিচয়হীনতায় ভুগছেন এবং পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

এ সময় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী কমিটি পূর্ণাঙ্গ করার দাবি তুলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হলে মঙ্গলবার তারা কাফন মিছিল ও অনশনের ঘোষণা দেবেন।

বিক্ষোভে অংশ নেওয়া উল্লেখযোগ্য সাবেক নেতাদের মধ্যে ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মৃধা মাসুদ রানা, আতাউর রহমান খান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম; সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি, সাকিব হাসান সম্রাট; সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইমরান নওশাদ, এ কে খান শামীম; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সালেহ উদ্দিন সরকার এবং জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।