
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (১৯ অক্টোবর) ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং দণ্ড মওকুফের আবেদন প্রত্যাখ্যানের পর ক্বোম কারাগারে অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তবে অভিযুক্তের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ইরানি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি মোসাদের সঙ্গে তথ্য বিনিময় এবং গোপন তথ্য অনলাইনে প্রেরণের কাজ করেছেন।
এর আগে, চলতি মাসের শুরুতে খুজেস্তান প্রদেশে ছয়জনকে সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ইসরায়েলের শীর্ষ গুপ্তচরের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে আরও একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। রুজবেহ ভাদি নামের আরেক ব্যক্তিকে সংঘাত চলাকালে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
সূত্র : টাইমস অব ইসরায়েল