
ভারতে হিজাব পরায় মুসলিম ছাত্রীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় ফের বিতর্কের ঝড় শুরু হয়েছে। এবার ঘটনাটি ঘটেছে দেশটির কেরল রাজ্যের একটি স্কুলে। জানা যায়, কেরলের এর্নাকুলাম জেলার পল্লুরুথিতে একটি চার্চ পরিচালিত স্কুলে হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয় অষ্টম শ্রেণির এক মুসলিম ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে সেন্ট রিতাস পাবলিক স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের পোশাকবিধি ভঙ্গ করায় ওই ছাত্রীকে শ্রেণিকক্ষের দরজায় দাঁড় করিয়ে হিজাব খুলতে বলা হয়। খবর এনডিটিভির।
এর প্রতিবাদ করেন ভুক্তভোগী ছাত্রী। তিনি বলেন, এই স্কুল আমাকে হিজাব পরতে দিচ্ছে না। তারা আমাকে দরজায় দাঁড় করিয়ে বলেছে হিজাব খুলে ফেলতে। শিক্ষকরা রূঢ় ছিলেন। আমি এখানে পড়ব না। স্কুল কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ হন অভিভাবকরা। বিষয়টি পরে পেরেন্ট-টিচার অ্যাসোসিয়েশন (পিটিএ) অব্দি পৌঁছায়। সংগঠনটির সভাপতি যোগী উল্টো ক্ষোভ প্রকাশ করে বলেন, হিজাব পরা ওই কিশোরীই খ্রিস্টান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিত আক্রমণের সূচনা করেছে বলে ধারণা তাদের।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই আন্দোলনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই) জড়িত। রাজনৈতিক এই দলটিকে ইসলামপন্থি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি এসডিপিআইর তীব্র সমালোচনা করে বলেছে, এতে স্কুল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।