Image description

চীন বিরল খনিজ রপ্তানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে— এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই পদক্ষেপের মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে। খবর শাফাক নিউজের।

শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, বেইজিং একাধিক দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে সীমাবদ্ধতা আনবে। ট্রাম্প একে শত্রুতাপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেন এবং বলেন, এটি বিশ্বের ওপর চাপ সৃষ্টি করার এক ধরনের কৌশল।

তিনি আরও জানান, এই ঘটনার পর তিনি এপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমাদেরও শক্তিশালী অবস্থান আছে, আমি তা এতদিন ব্যবহার করিনি— এবার করব।’

বিশ্বের ৭০ শতাংশের বেশি বিরল খনিজ চীন সরবরাহ করে, যা ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য। যুক্তরাষ্ট্র বিকল্প উৎস তৈরি করার চেষ্টা করছে, তবে তা এখনো সীমিত পর্যায়ে।

ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরই স্বর্ণের দাম বেড়ে যায় এবং বিশ্ববাজার ও তেলের দাম কমে যায়। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা আবারও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।