Image description

বিশ্বের প্রথম ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই কার্ড চালুর  লক্ষ্য হলো- ব্যক্তিগতভাবে কার্বন ব্যবহার কমানো। প্রাথমিকভাবে স্কুলগুলোর ইকো ক্লাবের সদস্য ছাত্রদের এই কার্ড দেয়া হবে। 

এটি টেকসই অনুশীলনকে উৎসাহিত করবে এবং অনলাইন সংস্থাগুলোসহ ব্যক্তিগত অংশীদারদের মাধ্যমে ক্রেডিটগুলো ভাঙানো  যাবে। ভারতের জলবায়ু-অর্থায়নের চাহিদা এবং কৌশলগুলোর উপর দৃষ্টি রেখে পরিকল্পনাটি হাতে নেয়া হচ্ছে।

পরিবেশ দপ্তরের সচিব অভিনব চন্দ্র কলকাতায় জলবায়ু সংক্রান্ত একটি ওয়ার্কশপে একথা জানান। তিনি বলেন, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, প্লাস্টিক ব্যাগের ব্যবহার এড়ানো, সাইকেল ব্যবহার, বাজি না পোড়ানো প্রভৃতিতে উৎসাহ বাড়াতেই এই গ্রিণ ক্রেডিট কার্ডের পরিকল্পনা। স্কুলগুলোকে বলা হবে, ছাত্ররা কী পরিমাণ কার্বন ব্যবহারের সাশ্রয় করছেন তা রেকর্ড করবেন। 

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা শুধুমাত্র পরিবেশগত কর্মসূচিই নয়, এর উন্নয়নমূলক তাৎপর্য রয়েছে।

পরিবেশ দপ্তরের পরামর্শদাতা রাজশ্রী রায় বলেন, জলবায়ুর ঝুঁকি কমাতে আমরা কী ধরনের ব্যবস্থা নিচ্ছি তার উপর বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে।