
গাজামুখী মানবিক সহায়তা বহরের সঙ্গে আটক হওয়ার পর ইসরাইলি কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।
দেশে ফিরে মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক অবস্থায় তাকে এবং তার সহকর্মীদের বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, এমনকি যাদের ওষুধ প্রয়োজন ছিল, তাদেরও তা থেকে বঞ্চিত করা হয়েছে।
থুনবার্গ এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে সাংবাদিকেরা বারবার জানতে চাইলে পরিবেশ আন্দোলনের এই কর্মী শুধু বলেন, তাকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্য আটক ব্যক্তিদের জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে।
থুনবার্গ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি যা সহ্য করেছি, তা প্রকাশ করতে চাই না। কারণ, আমি চাই না, খবরের শিরোনাম হোক যে গ্রেটাকে নির্যাতন করা হয়েছে। আসল গল্প সেটি নয়।’
থুনবার্গের মতে, তাদের সঙ্গে যা ঘটেছে, তা গাজার মানুষের প্রতিদিনের অভিজ্ঞতার তুলনায় কিছুই নয়।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। তারা বারবার দাবি করেছে, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি।
গত সপ্তাহে রয়টার্সকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সব আটক ব্যক্তিকে পানি, খাবার ও শৌচাগার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল। তাদের আইনি পরামর্শ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি এবং তাদের সব আইনি অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে।’
ইসরাইলি সেনাদের অভিযানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহরের সঙ্গে থুনবার্গসহ আরও ৪৭৮ জনকে আটক করা হয়। নৌবহরটি গাজায় ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিল এবং অবরুদ্ধ ওই অঞ্চলের মানবিক বিপর্যয়ের বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল।
সোমবার থুনবার্গকে সুইডেনে ফেরত পাঠায় ইসরাইল।