Image description

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের দুই বছর পূর্ণ হবে আগামী ৭ অক্টোবর। এই সময়ের মধ্যে বহু হামলা চালনা এবং আক্রমণ মোকাবেলার পর আলোচনায় সংগঠনটির বর্তমান অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, বড় পরিসরে তাদের প্রতিরোধক্ষমতা কমলেও কৌশলগত আক্রমণ, ছোট ইউনিটে দ্রুত হামলা চালানো, সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ চালানো এবং গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে অবস্থান পাকাপোক্ত করার কারণে এখনও শক্তিশালী হামাস।

চলতি সপ্তাহেই পূর্ণ হবে ইসরায়েলে হামাসের অপারেশন ‘আল‑আকসা ফ্লাড’-এর দুই বছর। এই সময়ের মধ্যে কতখানি কমানো গেছে গোষ্ঠীটির সক্ষমতা? কতটুকু বদলেছে তাদের কৌশল?- এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে হামাস এখন আরও কৌশলী ও নমনীয়। ছোট ছোট ইউনিটে মর্টার বা অ্যান্টি‑ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়ে দ্রুত সরে যায় তারা। বড় পরিসরে প্রতিরোধ করার ক্ষমতা কমে এলেও, কৌশলগত আক্রমণ চালিয়ে যাচ্ছে সংগঠনটি- মনে করছেন বিশ্লেষকরা।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে তথ্যযুদ্ধেও সক্রিয় হামাস। ফলে শুধু সামরিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি।

হামাসের সৈন্যসংখ্যা নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তাদের অপারেশনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে, নাকি ছড়িয়ে-ছিটিয়ে থাকা দল নিজেরা করছে- তাও নিশ্চিত নয় কেউ।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক উলফ-ক্রিশ্চিয়ান পায়েস বলেন, হামাসের ঠিক কতজন যোদ্ধা আছে, তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনুমান করা হয় প্রায় ৩০ হাজার পর্যন্ত হতে পারে। তবে এ ধরনের গোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণ সবসময়ই কঠিন।

তিনি আরও বলেন, হামাস মূলত একটি রাজনৈতিক আন্দোলন। গাজায় ক্ষমতা নেয়ার পর তাদের সদস্যসংখ্যা, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র অনেক বেড়ে গেছে। এখন উপত্যকার নিরাপত্তা বাহিনী ও হামাসের মধ্যে পার্থক্য বোঝা কঠিন, কারণ হামাসের সদস্যরাই পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে আছে।

এখন প্রশ্ন থেকেই যায়- ‘হামাসকে কি আসলে নির্মূল করা সম্ভব?’- বিশ্লেষকরা বলছেন, তাদেরকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবে প্রায় অসম্ভব। কারণ হামাস কেবল একটি সামরিক সংগঠন নয়। গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে গেঁথে আছে গোষ্ঠীটি।

বিশেষজ্ঞরা মনে করেন, শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে সংগঠনকে দুর্বল করা গেলেও, স্থানীয় সমর্থন, ছড়িয়ে থাকা নেটওয়ার্ক ও পুনর্গঠনের সক্ষমতা প্রতিবার আরও শক্তিশালী রূপে ফিরিয়ে আনে হামাসকে।