Image description

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমের শাৎজ বলেছেন, আগেরবার ফ্লোটিলা কর্মীদের যে কারাগারে রাখা হয়েছিল তার চেয়ে এবার আটক করা কর্মীদের সর্বোচ্চ কঠোর নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হতে পারে।

শাৎজ বলেন, গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৫০০ কর্মীকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেতসিওত কারাগারে রাখা হতে পারে। কেতসিওত একটি উচ্চ-নিরাপত্তার কারাগার, যেখানে সাধারণত ‘অভিবাসন’ আটককৃতদের রাখা হয় না।

তিনি উল্লেখ করেন, শত শত মানুষকে প্রক্রিয়াজাত করা ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হওয়ায় তাদের সেখানে রাখা হতে পারে। তবে তিনি কেতসিওতকে কঠোর পরিস্থিতির জন্য পরিচিত হিসেবে বর্ণনা করেছেন।

চরম-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরসহ ইসরায়েলি কর্মকর্তাদের সম্প্রতি প্রস্তাব অনুযায়ী ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের দীর্ঘমেয়াদি আটক রাখার দাবি উঠেছে।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ বলেছে, ‘কর্মীদের সঙ্গে এবার আগের মিশনের তুলনায় অনেক কঠোর আচরণ করার উদ্বেগ রয়েছে।’