Image description

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলার পর এসব জাহাজ থেকে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

আল জাজিরা মুবারাশির জানিয়েছেন, তারা সিরিয়াস নামের একটি জাহাজে থাকা তাদের সাংবাদিক হায়াত ইয়ামানির সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না।

এদিকে আলমা নামের আরেকটি জাহাজ থেকে পাওয়া সরাসরি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা লাইফ জ্যাকেট পরে আধা বৃত্তাকারে বসে রয়েছেন এবং ইসরায়েলি বাহিনীর দ্বারা জাহাজটি আটকানোর অপেক্ষা করছেন।

ফ্লোটিলা পরিচালনা কমিটির সদস্য ইয়াসেমিন আকার বলেন, “আইওএফ (ইসরায়েলি সেনারা) এখন আলমা জাহাজটিকে দুই দিক থেকে ঘিরে ফেলেছে। তারা একেবারে কাছে চলে এসেছে। আমরা প্রস্তুত হচ্ছি আটকানোর জন্য। ”

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পরিচালনা কমিটির আরেক সদস্য থিয়াগো আভিলা তার জাহাজ থেকে পাঠানো বার্তায় বলেন, “আমরা আমাদের মিশনের একটি সিদ্ধান্তমূলক মুহূর্তে এসে পৌঁছেছি। এখন আমরা এমন এক জায়গায় প্রবেশ করছি, যেখানে সম্ভবত তাদের সামরিক অবরোধ রয়েছে। ”

তিনি আরও জানান, “এখানে প্রচুর জাহাজের সমাগম হয়েছে, যা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার সঙ্গে মিলে যাচ্ছে। আজ রাতেই তারা আমাদের আটকাবে বলে পরিকল্পনা করেছিল। আমাদের মানবিক করিডর তৈরির মিশনকে তারা অবৈধভাবে ব্যর্থ করতে চাইছে। ”

তবে আভিলা জোর দিয়ে বলেন, ফ্লোটিলার সদস্যরা অবশ্যই অহিংস থাকবেন, এমনকি যদি তাদের ওপর হামলা চালানো হয় তবুও।

সূত্র: আল জাজিরা