Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে।

 

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা তিন থেকে চার দিন সময় দিচ্ছি। তারপর দেখা যাবে কী হয়।

তিনি দাবি করেন, সব আরব ও মুসলিম দেশসহ ইসরাইল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। 

ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না। আর যদি না হয়, তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। 

এর একদিন আগে সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প এ পরিকল্পনা ঘোষণা করেন।

পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হলো—সব ইসরাইলি বন্দিকে মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দির মুক্তি, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার, একটি কারিগরি ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন যারা গাজা পরিচালনা করবে। 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে; দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও নানা রোগব্যাধি।

সূত্র: আনাদোলু