Image description

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এই ক্লাসরুমে কোনো ব্যাকবেঞ্চার নেই, এখানকার সবাই ফার্স্ট-বেঞ্চার। আধুনিক, বিজ্ঞানসম্মত এই আসনবিন্যাসে পড়াশোনা করছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন কোর্সের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে সফল হতে একাধিক ভাষায় পারদর্শী হওয়া এবং নেতৃত্বগুণ অর্জনের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা চালু করেছি ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন’ কোর্স।

এখানে ইংরেজিতে IELTS-এ 7+ স্কোর অর্জনের লক্ষ্যমাত্রা, মধ্যপ্রাচ্যে ক্যারিয়ার গড়তে আরবি ভাষা-দক্ষতা, বিশুদ্ধ বাংলাভাষা উচ্চারণ, AI-এর যুগোপযোগী ব্যবহার, বেসিক কম্পিউটার স্কিল, লিডারশিপ ইত্যাদি বিষয়ে আবাসিক কোর্স করছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী। 

আমরা আশা করছি, যুবসমাজ এই কোর্সের মাধ্যমে ভাষাগত দুর্বলতা কাটিয়ে ক্যারিয়ারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ।
পাশাপাশি, বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান সৃষ্টিতেও আমাদের এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।