
মায়ের সামনেই মাত্র পাঁচ বছরের শিশুকে খুন করেছেন এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা দেহ থেকে আলাদা করেন তিনি। সন্তানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন শিশুটির মাও। পরে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হন ওই যুবক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ (২৫)। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাইকে করে কালু সিংহ নামে এক ব্যক্তির বাড়ির সামনে আসেন তিনি। কোনো কথা না বলেই ধারালো অস্ত্র হাতে ঘরে ঢুকে শিশুটির ওপর হামলা চালান। পরিবারের সদস্যরা বলছেন, অভিযুক্তকে তারা চিনতেনও না।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিশুটির মা ঘরে একা ছিলেন। হামলাকারীকে আটকাতে গেলে তিনিও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ঘরে ঢুকে শিশুটির নিথর দেহ দেখতে পান। এ সময় যুবককে ধরে গণপিটুনি দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহেশকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পথেই তার মৃত্যু হয়।
পুলিশের ধারণা, যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। মহেশের পরিবারও একই দাবি করেছে। তারা জানিয়েছেন, তিন-চার দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি দোকান থেকে চুরিও করেছিলেন মহেশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত চলছে।