
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিশ্বের যেসব নেতারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানাচ্ছেন, তারা গোপনে তাকে ধন্যবাদ দিচ্ছেন এবং ইসরায়েলের ভূমিকার প্রশংসা করছেন।
গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইসরায়েলের ঐতিহ্যবাহী মিত্র দেশগুলোর মধ্যেও সমালোচনা বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
চলতি বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রায় প্রতিটি দেশের বক্তব্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। তবে নেতানিয়াহু এই সকল সমালোচনাকে ‘ফাঁকা বুলি’ বা লোক দেখানো বলে উড়িয়ে দিয়েছেন। জাতিসংঘ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা ভালো করেই জানেন যে ইসরায়েল আপনাদেরই যুদ্ধ লড়ছে।"
এরপর তিনি যোগ করেন, "আমি আপনাদের একটি গোপন কথা বলতে চাই। বন্ধ দরজার আড়ালে, প্রকাশ্যে আমাদের নিন্দাকারী অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ জানান।"