Image description
শেখ হাসিনার বিষয়ে নরেন্দ্র মোদিকে আসাদউদ্দিন ওয়েইসি

বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এখন বেশ উত্তপ্ত। ভারতের নির্বাচন মানেই এখন ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুর ধুয়া তুলে ক্ষমতাসীন বিজেপির ভোট বাগানোর চেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন কৌশলের মোক্ষম জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। -এনডিটিভি

মোদির দাবি, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ নিয়ে এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পাল্টা জবাবে ওয়েইসি বলেন, ‘মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব।’

ওয়েইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন। উল্লেখ্য, ভারতে চলতি বছরের শেষে বড় নির্বাচনি লড়াই হবে বিহারে। আগামী মাসের মধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা হতে পারে।