
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। এর পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। এসময় বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও ছিলেন সেখানে।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনতে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরদিন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিন প্রভাবশালী দেশ– যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এরপর স্বীকৃতি দেয় পতুগাল। সবশেষ স্বীকৃতি দিয়েছে ফ্রান্সসহ আরও ছয় দেশ।
শীর্ষনিউজ