Image description

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি স্থল আক্রমণকে ভয়াবহ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে দখলদারদের মানবতাবিরোধী কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা সিটিতে ইসরায়েলের নতুন স্থল আক্রমণকে ভয়াবহ বলে অভিহিত করেছে। এক্স-এর একটি পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি মানবিক সংকটকে আরও খারাপ করে তুলবে এবং জিম্মিদের মুক্তিকে ঝুঁকিতে ফেলবে। ইসরায়েল সরকারকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ গাজা সিটি এলাকায় বড় ধরনের আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। আইডিএফ জানিয়েছে, তারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে শুরু করেছে। এই অঞ্চলে এটি এ যাবৎকালে অন্যতম বড় ধরনের আক্রমণ। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রাই এক্স-এর একটি পোস্টে বলেছেন, গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এই এলাকায় অবস্থান করলে আপনি ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

বেসামরিক লোকদের অবিলম্বে এলাকা থেকে সরিয়ে নেওয়ার এবং উপত্যকার দক্ষিণে ইসরায়েলি-নির্ধারিত মানবিক অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদ্রাই বলেছেন, এখন পর্যন্ত শহরের আনুমানিক ১০ লাখের বাসিন্দার ৪০% এরও বেশি তাদের নিরাপত্তা এবং তাদের প্রিয়জনদের নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে গেছে। গত রাতের আইডিএফের অনুমান অনুসারে, এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি গাজা সিটি ছেড়ে চলে গেছেন। ক্রমান্বয়ে স্থল অভিযানের মাত্রা বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি।