
গাজায় ইসরায়েলের যুদ্ধে দখলদার সেনারা গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘের একটি তদন্তে প্রমাণ মিলেছে। প্রায় দুই বছরের যুদ্ধের পর তদন্তের মাধ্যমে এ কথা ঘোষণা করল জাতিসংঘের তদন্ত কমিশন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার কাছে এ কথা জানান।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতি (আইজ্যাক হার্জোগ), প্রধানমন্ত্রী (বেনিয়ামিন) নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে (ইয়াভ গ্যালান্ট) তাদের বক্তব্য এবং তাদের দেয়া আদেশের ভিত্তিতে চিহ্নিত করেছি। কারণ এই তিন ব্যক্তি রাষ্ট্রের প্রতিনিধি ছিলেন। আইন অনুযায়ী, রাষ্ট্রকে দায়ী করা হয়। তাই আমরা বলি যে (ইসরায়েল) রাষ্ট্রই গণহত্যা করেছে”।
প্রতিবেদন অনুসারে, কমিশন দেখেছে ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া বিবৃতির পাশাপাশি, "পরিস্থিতিগত প্রমাণ" ছিল, যার মাধ্যমে বুঝা যায়, তারা গণহত্যার উদ্দেশ্যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাই কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য গণহত্যার উদ্দেশ্যে চালাচ্ছে।”
এদিকে জেনেভায় ইসরায়েলি রাষ্ট্রদূত ওই প্রতিবেদনের অনুসন্ধানের নিন্দা জানিয়েছেন। তিনি প্রতিবেদনকে "কলঙ্কজনক", "ভুয়া" এবং "মানহানিকর অভিযোগ" বলে দাবি করেছেন।
সূত্র : আল জাজিরা