
দীর্ঘ ২৪ বছর পর বহুল আলোচিত যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন সাংবাদিক টাকার কারলসন দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দারা হামলার আগেই এর যাবতীয় বিষয়ে নজর রাখতো। তিনি জানান, আসন্ন একটি প্রামাণ্যচিত্র সিরিজে তথ্য-প্রমাণসহ বহু চাপা থাকা বিষয় প্রকাশ করবেন।
মঙ্গলবার পিয়ার্স মর্গানের অনুষ্ঠান 'আনসেন্সর্ড নিউজে' অংশ নিয়ে কারলসন এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল কখনোই হামলার বিষয়ে তাদের অবস্থান লুকায়নি, বরং তারা মনে করতো এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক আরও শক্তিশালী হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনোভাবেই ইহুদিদের দায় প্রমাণ করে না, বরং এমন কথা বলা হতো যেন আসল প্রশ্নগুলো ধামাচাপা দেওয়া যায়।
নেতানিয়াহু ও ইসরায়েলি 'আর্ট স্টুডেন্ট' প্রসঙ্গ
কারলসন ২০০২ সালে মার্কিন কংগ্রেসে দেওয়া নেতানিয়াহুর বক্তব্যকেও টেনে আনেন। সে সময় নেতানিয়াহু বলেছিলেন, এই হামলা একটি 'ভালো ঘটনা', কারণ যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে, যেটি ইসরায়েলকে কয়েক দশক ধরে লড়তে হচ্ছে। তিনি আরও বলেন, "যুদ্ধে যেতে গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো বোমা মেরে বাধ্য করতে হয়।"
কারলসন তার বক্তব্যে কিছু ইসরায়েলি 'আর্ট স্টুডেন্ট'-এর কথাও উল্লেখ করেন। ২০০০ সালের শেষ থেকে ২০০১ সালের ৯/১১ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এমন কিছু ইসরায়েলি নাগরিককে আটক করা হয়েছিল। কারলসনের দাবি, তাদের মধ্যে কেউ কেউ হামলার ভিডিও ধারণ করেছিলেন এবং আগে থেকেই হামলার তথ্য জানতেন। যদিও পরবর্তীতে অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।
৯/১১ হামলার সংক্ষিপ্ত বিবরণ
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ৯/১১ হামলায় দুটি ছিনতাই করা বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করে। আরেকটি বিমান আঘাত করে পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। এই হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। বিশেষ করে, ধ্বংসস্তূপে কাজ করা অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা নানা রোগে আক্রান্ত হন।
কারলসনের এই দাবিগুলো নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে এবং এটি ইতিহাসকে নতুনভাবে মূল্যায়ন করার সুযোগ তৈরি করছে।