Image description
 

ইউটাহতে নিহত হওয়ার কিছুদিন আগে পাকিস্তানকে "খুব ধূর্ত" বলে আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’-এ জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন কনজারভেটিভ নেতা ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক। গভর্নর এ হত্যাকাণ্ডকে “রাজনৈতিক হত্যা” বলে মন্তব্য করার পর তার ভারত-পাকিস্তান বিষয়ে মতামত নতুন করে আলোচনায় আসে।

 

৮ মে ইউটিউবে প্রকাশিত এক পডকাস্টে কার্ক বলেন, “এটা আমাদের যুদ্ধ নয়।” পাকিস্তানকে ধূর্ত রাষ্ট্র হিসেবে উল্লেখ করে এবং ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি এ সংঘাতকে ইসলামী সন্ত্রাসবাদের জবাবে ভারতের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। পাকিস্তান পুরোপুরি মুসলিম, ভারত মূলত হিন্দু—তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়।”

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়ে কার্ক বলেন, যুক্তরাষ্ট্রের ভূমিকা কেবল নৈতিক সমর্থনের মধ্যেই সীমিত থাকা উচিত। “হয়তো আমরা ভারতকে সামান্য সমর্থন দিই, তবে এ সংঘাতে যুক্ত হওয়া আমাদের কাজ নয়।”

 

৩১ বছর বয়সী কার্ক ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে বক্তৃতার সময় দূর থেকে ছোড়া গুলিতে নিহত হন। তার সফরের বিরোধিতা করে শিক্ষার্থীরা অনলাইনে প্রায় এক হাজার স্বাক্ষর সংগ্রহ করেছিল। যদিও বিশ্ববিদ্যালয় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়।

 

এখনও পর্যন্ত এ হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইউটাহর জননিরাপত্তা বিভাগ একে “টার্গেটেড অ্যাটাক” বলে জানিয়েছে।