নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চক্রান্ত ইরান কখনও করেনি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ও মার্কিন সরকারের পূর্ববর্তী এসব অভিযোগ প্রত্যাখান করেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্পকে হত্যায় ইরানের কোনও হাত ছিল কিনা, এনবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, মোটেই না। আমরা আগেও এমন কিছু করিনি এবং ভবিষ্যতেও করব না।
ট্রাম্পকে কথিত গুপ্তহত্যার চক্রান্তে জড়িত থাকার সন্দেহে গত নভেম্বরে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ। অভিযোগে বলা হয়, ইরানের রেভ্যুলুশনারি গার্ড কর্পস ওই হত্যার আদেশ দিয়েছিল। অবশ্য পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাওয়ার আগেই তা নস্যাৎ করার দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছর ট্রাম্প নিজেও একাধিকবার অভিযোগ করে বলেছেন, তাকে হত্যার প্রচেষ্টায় ইরানের হাত থাকতে পারে।
গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে হোয়াইট হাউজে সামনের সোমবার ফিরে আসছেন ট্রাম্প। প্রচারণার সময় দুবার হত্যাচেষ্টার শিকার হন তিনি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সেপ্টেম্বরে গলফ খেলাকালীন এক বন্দুকধারীর সম্ভাব্য হামলা রুখে দেন নিরাপত্তাকর্মীরা। এর আগে জুলাই মাসে, পেনসিলভেনিয়ার বাটলারে আয়োজিত এক জনসভায় তাকে উদ্দেশ্য করে ছোঁড়া গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। এসব ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ করলেও তদন্তকারীরা এখন পর্যন্ত কোনও প্রমাণ খুঁজে পাননি।
এছাড়া, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে সাইবার কার্যক্রমের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগও এনেছিল মার্কিন প্রশাসন। সেগুলো প্রত্যাখান করেছে তেহরান। ১৯৫৩ সালে তৎকালীন ইরানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভ্যুত্থান ও ২০২০ সালে কাশেম সোলায়মানিকে ড্রোন হামলায় হত্যার ঘটনাগুলো উল্লেখ করে ইরান উল্টো অভিযোগ করেছে, ওয়াশিংটন বরং তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে বহু দশক ধরেই অযাচিতভাবে হস্তক্ষেপ করে আসছে।