রাজধানীর মতিঝিলে আদিবাসী ছাত্র-জনতা স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪ আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছেন।আজ বুধবার দুপুরে মতিঝিল এনসিটিবি সংলগ্ন মেট্রোরেলের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- রূপায়া (২৪), ইসাবা (২৫), রেংইয়ংরূ (২৭) ও ধনজেত্রা (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই চার শিক্ষার্থীর আঘাত গুরুতর নয়। তাদের জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি। গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।