Image description

টানা পাঁচ বছর ধরে ১৮ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপকূলীয় একটি এলাকায় ঘটেছে হতবাক করা এমন ঘটনা। তাদের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভুক্তভোগী ওই কিশোরী খেলাধুলার সঙ্গে জড়িত। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে কিশোরী বলেছেন, প্রায় ৬২ জন গত পাঁচ বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই গত দুই দিন ৫৮ জন অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে তারা। বাকি ১৪ জনকেও অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পাঠানামথিত্তা জেলার ডেপুটি পুলিশ সুপার পিএস নন্দকুমার। নারীদের ‘লিঙ্গ সচেতনতা’ কর্মসূচির সময় একজন নারী অধিকার কর্মীর কাছে লোমহর্ষক গণধর্ষণের ঘটনা বর্ণনা করেন ভুক্তভোগী ওই কিশোরী। এরপরই ঘটনাটি সামনে আসে। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযোগের তদন্ত টিমের প্রধান নন্দকুমার রয়টার্সকে বলেছেন, কীভাবে ওই অপরাধ সংঘটিত হয়েছে তা এখনও তদন্তাধীন।

পুলিশকে দেয়া জবানবন্দিতে ভুক্তভোগী জানিয়েছেন, প্রথম বার ধর্ষণের শিকার হওয়ার খবর তার এক প্রতিবেশী জানার পর ১৩ বছর বয়স থেকেই তার ওপর লোমহর্ষক ওই যৌননির্যাতন শুরু হয়। স্থানীয় মিডিয়া বলছে ধর্ষকদের মধ্যে চারজন নাবালকও রয়েছে। ভারতীয় আইন অনুযায়ী এমন ধর্ষণ মামলায় অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জামিন পান না। অভিযুক্তদের কারও মন্তব্য সংগ্রহ করতে পারেনি রয়টার্স। ভারত জুড়ে এমন ধর্ষণের ঘটনা নতুন নয়। ২০২২ সালে দেশটিতে ৩১ হাজারের বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা খুব কম।