
পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টা প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা।
দিন কয়েক আগে, ভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদের জন্য তৈরি ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। ওই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা।
জানা গেছে, বিজেপিকে বাঙালিদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিতে মনীষীদের ছবি সঙ্গে ছিল সদস্যদের হাতে।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি জ্বালানো হয়। অভিযোগ, সেই সময় ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি পুড়িয়ে দেয়। এই ঘটনাকে প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়।
এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা-গান পড়ে বড় হয়েছি। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, ভুলবশত হলেও যদি কেউ এ কাজ করেন, আমরা পদক্ষেপ নেব।"
পরে ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা রবীন্দ্র সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। কিন্তু তাদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।