
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি অশ্লীল চিঠি ফাঁস হয়েছে, যা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক তোলপাড় চলছে। চিঠিটি ২০ বছরেরও বেশি সময় আগে তিনি তার তৎকালীন বন্ধু ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে লিখেছিলেন। সোমবার ডেমোক্র্যাট আইনপ্রণেতারা চিঠিটির ছবি প্রকাশ করেন।
চিঠির বিষয়বস্তু ও প্রেক্ষাপট
ফাঁস হওয়া চিঠিটি ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরসহ একটি নগ্ন নারীর অবয়ব সম্বলিত। এতে দুজনের মধ্যকার কোনো এক গোপন বিষয়ের ইঙ্গিতও রয়েছে। এই চিঠিটি এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি করা একটি ২৩৮ পাতার বই থেকে পাওয়া যায়, যা এপস্টেইনের সাবেক প্রেমিকা ঘিসলাইন ম্যাক্সওয়েল তৈরি করেছিলেন। বইটিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনসহ আরও অনেক উচ্চপদস্থ রাজনীতিবিদের লেখা শুভেচ্ছা বার্তাও রয়েছে।
ট্রাম্পের প্রতিক্রিয়া ও এপস্টেইনের অপরাধ
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যখন এই চিঠিটি নিয়ে বিস্ফোরক খবর প্রকাশ করেছিল, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছিলেন। ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন যে, এই চিঠিটি তার লেখা নয়।
একসময় জেফ্রি এপস্টেইন এবং ডোনাল্ড ট্রাম্প খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পরে অবশ্য তাদের বন্ধুত্বে ফাটল ধরে। এপস্টেইনের বিরুদ্ধে নারী ও শিশু পাচারসহ গুরুতর যৌন নিপীড়নের অভিযোগ ছিল। ২০১৯ সালে বিচার চলাকালীন তিনি কারাগারে আত্মহত্যা করেন।