Image description

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তীব্র লড়াইয়ে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। নিহত সবাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গাজা সিটির একটি সুরক্ষিত সামরিক অবস্থানে হামাসের আকস্মিক আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ এই চার সেনার মৃত্যুর ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারানো ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে।

এমন পরিস্থিতিতেও গাজা সিটি পুরোপুরি দখলে নিতে পরিকল্পনা বাস্তবায়ন করছে তেল আবিব।

সূত্র : আনাদোলু