
দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন। যা দেখে বিব্রত খোদ অভিনেত্রী। এবার সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন কাজল।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লিখেছেন, ‘আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে।
সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?’
২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক ঘটে সিংঘাম নায়িকার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান।