
দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার তার উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে মাথায় ব্যান্ডেজ থাকার কারণে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি গির্জায় দেখা যায় ৮২ বছর বয়সী এ প্রবীণ নেতাকে। এ সময় তিনি উপস্থিতদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে তার মাথায় ব্যান্ডেজ দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।
সম্প্রতি বাইডেনের মুখপাত্র জানিয়েছেন, ত্বকে ক্যানসার কোষ ধরা পড়ায় তিনি অস্ত্রোপচার করিয়েছেন। ‘মোহস সার্জারি’ নামের এই বিশেষ অস্ত্রোপচারে ধাপে ধাপে কেটে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণ করা হয়। কয়েকদিন আগে তার মাথার ডান পাশেও একটি ক্ষত শনাক্ত হয়।
এর আগেও বাইডেন একাধিকবার ত্বকের ক্যানসার চিকিৎসা করিয়েছেন। ২০২৩ সালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার বুকে ক্যানসারাক্রান্ত ত্বক অপসারণ করা হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগেও একই কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।
চলতি বছরের জানুয়ারির পর থেকে বাইডেন খুব বেশি জনসম্মুখে আসেননি। রাজনৈতিক সভা-সমাবেশ থেকেও তিনি দূরে রয়েছেন।
উল্লেখ্য, জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন বহুদিন ধরেই ক্যানসারবিরোধী সচেতনতা ও চিকিৎসা প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।