Image description

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে তেলআবিবকে সরাসরি মদদ দিয়ে যাচ্ছে ৩৬টি জাহাজ। অধিকার গ্রুপের একটি জোট এ তথ্য প্রকাশ করেছে। ওই জোট বলছে, প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলকে নিয়মিত অস্ত্র ও জ্বালানি সরবরাহ করেছে ৩৬টি জাহাজ।

এমন পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ওই জোট নো হারবার ফর জেনোসাইড নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। গণহত্যায় সমর্থন জোগাচ্ছে এমন জাহাজ ও কোম্পানির বিরুদ্ধে জনতার নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই ক্যাম্পেইন ঘোষণা করা হয়েছে।

ওই জোট জানাচ্ছে, মায়েরস্ক কনটেইনার জাহাজে করে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। মার্কিন মেরিটাইম প্রোগ্রামের আওতায় ওই সরঞ্জাম ইসরায়েলে পৌঁছে দেওয়া হচ্ছে। ডেনিশ শিপিং জায়ান্ট পরিচালিত এই কোম্পানির জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও হংকংয়ের পতাকা লাগিয়ে সামরিক সরঞ্জাম পরিবহন করছে।

 

এর বাইরে মার্কিন পতাকাবাহী দুটি তেল ট্যাংকার ওভারসিজ সান্টোরিনি ও ওভারসিজ সান কোস্ট ইসরায়েলকে জেট ফুয়েল ও পেট্রোকেমিক্যাল সরবরাহ করছে। ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার জন্য এগুলো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।