Image description

ঢাকার শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিত করেছে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)। হাসপাতালে কর্তব্যরত ও ক্লাস চলাকালে ‘অশ্লীল ভঙ্গি’তে টিকটক করতে শিক্ষার্থীদের বাধ্য করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩ সেপ্টেম্বর (বুধবার) বিএনএমসির রেজিস্ট্রার হালিমা আক্তার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ‘শ্যামলী নার্সিং কলেজ ও ট্রমা নার্সিং কলেজের শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে হাসপাতালে ডিউটিরত ও ক্লাসে অধ্যয়নরত অবস্থায় অশ্লীল ভঙ্গিতে টিকটক ও রিলস করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এমন কাজ সোশ্যাল মিডিয়ায় নার্সদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে। এমতাবস্থায় শ্যামলী নার্সিং কলেজ ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন আগামী দুই বছর স্থগিত করা হলো।‘

তবে কখন শিক্ষার্থীদের টিকটকে বাধ্য করা হয়েছে, এমন কোনো তথ্য নোটিশে জানানো হয়নি।

এ বিষয়ে জানতে শ্যামলী নার্সিং কলেজের অধ্যক্ষ মনজুয়ারা বেগম এবং ট্রমা নার্সিং কলেজের অধ্যক্ষ অঞ্জু বেগম ও উপাধ্যক্ষ কামরুন নাহারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাদের পাওয়া যায়নি।