
চীনের রাজধানী বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে হাঁটার সময় খোলা মাইকে (Hot Mic) ধরা পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক আলাপ। আলোচনার বিষয় ছিল অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে মানুষের দীর্ঘায়ু, এমনকি অমরত্ব নিয়েও।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনসহ অন্তত ২৬ ২৬ জন রাষ্ট্রনেতা অংশ নেন।
চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে (সিসিটিভি) প্রচারিত ফুটেজে শোনা যায়, পুতিনের অনুবাদক শি জিনপিংকে চীনা ভাষায় বলেন, ‘জীবপ্রযুক্তির ক্রমাগত উন্নতি হচ্ছে... মানুষের অঙ্গ ক্রমাগত প্রতিস্থাপন সম্ভব। যত বেশি বাঁচবেন, তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও পাওয়া যেতে পারে।’
এর জবাবে শি জিনপিং বলেন, ‘কেউ কেউ ভবিষ্যদ্বাণী করছেন, এ শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে।’
পাশেই হাঁটছিলেন কিম জং উন, যিনি মন্তব্যের পর হেসে ওঠেন। তবে এটি তাঁর জন্য অনুবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ওই সময় পুতিনের কণ্ঠস্বর রুশ ভাষায় পরিষ্কারভাবে শোনা যায়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যামেরা ঘুরে যায় তিয়ানআনমেন স্কোয়ারের সাধারণ দৃশ্যে, আর অডিওও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তিন নেতাকে মঞ্চের দিকে এগোতে দেখা যায়।
ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত রাশিয়া সরকার বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
বেইজিংয়ে আয়োজিত এ কুচকাওয়াজে অংশ নেন প্রায় ৫০ হাজার দর্শক। প্রদর্শন করা হয় চীনের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম, যার মধ্যে ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও নৌযুদ্ধ ড্রোন। কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণে শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখন ‘শান্তি অথবা যুদ্ধ’—এই দুই পথের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
সূত্র: নিউজ১৮।