
পাকিস্তানে একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে। এতে ছয় নিরাপত্তা কর্মী এবং ছয় জঙ্গি নিহত হয়। রয়টার্সকে স্থানীয় পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলাকারী ঢুকে বিস্ফোরণ ঘটায়। হামলার পর ১২ ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে।
জানা গেছে, ভোরে বান্নু শহরে আত্মঘাতী বোমা হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়িটি ঘাঁটির সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা দেয়। যার ফলে অন্যান্য আক্রমণকারী কম্পাউন্ডে প্রবেশ করতে সক্ষম হয়। আঞ্চলিক পুলিশপ্রধান সাজ্জাদ খান বলেন, এই হামলায় ১৬ জন নিরাপত্তা কর্মী এবং তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আমাদের বাহিনী প্রায় ১২ ঘণ্টা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
পুলিশের এক বিবৃতিতে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করে ইসলামিক জঙ্গিদের হামলার জন্য দায়ী করা হয়েছে।
বান্নু প্রতিবেশী আফগানিস্তানের আইনশৃঙ্খলাহীন সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত। সেটি দীর্ঘদিন ধরে ইসলামিক জঙ্গিদের আবাসস্থল।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান বেশ কয়েকটি সুন্নি ইসলামিক সংগঠনের সমন্বয়ে গঠিত। সীমান্ত অঞ্চলে সক্রিয় প্রধান গোষ্ঠী এরা। ২০০৭ সাল থেকে পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামী আইন প্রয়োগের লক্ষ্যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে গোষ্ঠীটি।
পাকিস্তান বলেছে, তারা খারেজি। জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তান থেকে কার্যক্রম পরিচালনা করে। আফগানরা যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং হামলার পরিকল্পনা করে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।