যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব হিসেবে দায়িত্বরত টিউলিপ সিদ্দিককে দুর্নীতি দমন সম্পর্কিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। টিউলিপ ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।
এই অভিযোগের কারণে টিউলিপের বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে চাপ বেড়েছে। যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট অ্যান্টি-করাপশন কোঅলিশন তার বিরুদ্ধে ‘গম্ভীর স্বার্থের সংঘাত’ থাকার কথা বলছে। জোটটির মতে, সিদ্দিককে তার বর্তমান দায়িত্ব থেকে সরে যেতে হবে, কারণ তার পরিবারকে কেন্দ্র করে এ তদন্ত দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। এ জোটে অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে।
টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে অর্থ পাচার ও অর্থনৈতিক অপরাধ দমনের কাজ করছেন। কিন্তু তার ও তার পরিবার নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে তার নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় সরকারের ওপর তার প্রতি বিশ্বাস রাখা প্রশ্নবিদ্ধ হতে পারে।
এদিকে টিউলিপ দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি। তবে বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত। যুক্তরাজ্য সরকারও তাকে সমর্থন জানিয়ে আসছে। এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্দিকের পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তদন্ত চলছে।