Image description

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ নিহতের খবর পাওয়া গেছে।  ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা।  এ ঘটনায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে তালেবান সরকার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

তালেবান সরকারের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, ভূমিকম্পে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় শত শত মানুষ নিহত ও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

বিবিসি বলছে, পাকিস্তানের সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলার মাজার উপত্যকায় সবেচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপত্যকাটি পাহাড়ি এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত ভূমিকম্পে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে সহায়তার জন্য ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের একজন কর্মকর্তা।

কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে জানিয়েছেন, বন্যা এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে এলাকায় যাওয়ার সড়কগুলো বন্ধ হয়ে গেছে। আপাতত শুধুমাত্র আকাশপথেই উদ্ধার অভিযান সম্ভব বলে জানান তিনি।

তালেবান কর্মকর্তারা বলছেন, তালেবান কর্মকর্তারা আরও জানান, তাদের যে সীমিত সম্পদ রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে হেলিকপ্টারের সহযোগিতা চাইছেন।