Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন স্ট্যাটাস ‍দিচ্ছে দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, অ্যাকাউন্টটি ভ্যারিফায়েড করে ব্লু ব্যাজও অর্জন করেছে তারা। পাশাপাশি তারা হাসনাত আব্দুল্লাহর মূল অ্যাকাউন্টটিকে ব্লক করে দিয়েছে। তবে কে বা কারা এই অ্যাকাউন্ট পরিচালনা করছে তা জানা যায়নি।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে হাসনাত আব্দুল্লাহ এই ভুয়া বা ফেইক অ্যাকাউন্টটির বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমার ছবি দিয়ে খোলা, আমার নামে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া এবং ব্লু ব্যাজ নিয়ে ভ্যারিফায়েড অ্যাকাউন্টটি আমার নয়, এটা ফেইক। ষড়যন্ত্রের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা এটা খুলে আমাকে ব্লক করে দিয়েছে। লাল প্রোফাইল ও কাল ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ সংবলিত লেখা কভারের অ্যাকাউন্টটিই আমার। এর বাইরে আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট আমার নেই। আমার প্রোফাইলের বায়োতে ‘তুমিও মানুষ আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়. . .’ এই লেখাটি রয়েছে।

হাসনাত আব্দুল্লাহর মূল ফেসবুক অ্যাকাউন্ট

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যারা আমার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ফেইক অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া, তিনি এসব ভুয়া আইডির কোনো তথ্যে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এদিকে, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করে দেখা যায়, এতে ২৮ হাজার ফলোয়ার রয়েছে। তাছাড়া, এতে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত, নির্বাচন, সংস্কার ইত্যাদি বিষয়ে পোস্টও করা হয়েছে।

ফেইক বা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর একমাত্র ফেসবুক অ্যাকাউন্টে ২ দশমিক ৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে। এতে সরোয়ার তুষারকে নিয়ে সর্বশেষ পোস্ট গতকাল (রবিবার) দেওয়া হয়েছে। এ অ্যাকাউন্টের প্রোফাইল লাল করা এবং কভারে কাল ব্যাকগ্রাউন্ডে ‘আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি’ সংবলিত লেখা। পাশাপাশি বায়োতে লেখা- ‘তুমিও মানুষ আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়. . .’।