
নিজেদের ছোঁড়া গুলিতে এবার প্রাণ গেল এক রিজার্ভ ইসরাইলি সেনার। দুর্ঘটনাবশত এক আইডিএফ সদস্যের গুলিতে নিহত হন তিনি।
শনিবার (৩০ আগস্ট) দক্ষিণ গাজায় এই ঘটনা হয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।
নিহত ইসরাইলি সেনার নাম অ্যারিয়েল লুবলিনার। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীতে সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০ বছর আগে ব্রাজিল ছেড়ে ইসরাইলে পাড়ি জমান অ্যারিয়েল লুবলিনার। এ নিয়ে গাজায় আগ্রাসন শুরুর পর নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়ালো ৯০০ জনে। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার।